জম্মু-কাশ্মীরে জঙ্গি হানার কড়া ভাষায় নিন্দা করল আমেরিকা। স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই বার্তাও দেওয়া হয়েছে, সন্ত্রাসবাদের কবল থেকে বিশ্বকে মুক্ত করতে ভারতের পাশে থেকে লড়াই চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
কাশ্মীরে বেড়ে চলা সংঘর্ষ-হিংসার ঘটনা নিয়ে এ দিন উদ্বেগ প্রকাশ করেছে ওবামা প্রশাসন। তবে সেইসঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীর ইস্যুর সমাধান ভারত-পাকিস্তান দুই দেশকেই আলোচনার মাধ্যমে করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে এতে নাক গলাবে না, তা স্পষ্ট করে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কাশ্মীর প্রসঙ্গে মার্কিন নীতির কোনও পরিবর্তন হয়নি।