ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশ দল তেমন একটা উন্নতি করতে না পারলেও গত নিদহাস ট্রফিতে বাংলাদেশ দল নিজেদের চিনিয়েছে অন্যভাবেই। আর গত নিদহাস ট্রফির পরেই বাংলাদেশ দলের খেলোয়ারদের র্যাংকিং ঠিক অনেকটাই পরিবর্তন হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের খেলোয়ারদের টি-২০তে সর্বশেষ র্যাংকিং:
সাব্বির রুম্মান পূর্বের পজিশনে অর্থাৎ ১৮নংয়ে অবস্থান করে টাইগার ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন সবার উপর। তারপর যারা রয়েছেন সৌম্য(৩০), তামিম(৪০), রিয়াদ(৪২), সাকিব(৪৫), মুশফিক(৪৭) এবং এদের প্রত্যেকেই পূর্বের অবস্থান থেকে নিচে নেমে গেছে।
আপনারা আগেই জেনেছেন টি২০-তে পেসারদের মধ্যে সবার উপর অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান, ৮নং পজিশনে রয়েছেন তিনি। সাকিব আল হাসান-ও উন্নতি করেছেন এবং অবস্থান করছেন ১২নং পজিশনে, তাছাড়া আরো রয়েছেন রুবেল(৪২), মাশরাফি(৪৭), রিয়াদ(৫৬),তাসকিন(৬৫), মিরাজ(৮১); এদের প্রত্যেকের অবস্থার অবনতি হয়েছে।
২০ জনের তালিকায় সাকিব আল হাসান রয়েছেন তিন নং পজিশনে এবং রিয়াদ ৭নংয়ে, প্রত্যেকেই পূর্বের অবস্থানে রয়েছেন।