খালেদা আন্দোলনে ব্যর্থ হয়ে কাঁঠাল কিলিয়ে পাকানোর চেষ্টা করছেন

টপ নিউজ

image_159703.ministarপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বাংলাদেশে সাহসী আর কেউ নেই। একটি বিরোধী রাজনৈতিক দল বিভিন্ন সময় আন্দোলনের হুমকি-ধমকি দিয়ে আসছে। বাস্তবে তাদের কোনো রূপরেখা নেই। কারো মধ্যে দেশপ্রেম না থাকলে আন্দোলনের গতি হয় না। খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ হয়ে কাঁচা কাঁঠাল লবণ দিয়ে কিলিয়ে পাকানোর চেষ্টা করছে। বর্তমান বিশ্বে যে দেশ যতে জ্ঞান বিজ্ঞানে উন্নত সেই দেশ ততে ধনী। পৃথিবীর কোনো দেশ নেই যারা ভাষা নিয়ে আন্দোলন করছে। স্বাধীনতার জন্য ৩০ লাখ লোক শহীদ হয়েছে। গতকাল শনিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রদান ও শিক্ষ-প্রযুক্তি বিষয়ক সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এমপি। খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে কেরানীগঞ্জে আমল পরিবর্তন হয়েছে। বেশিরভাগ টিআর ও কাবিখা স্কুলে অনুদান দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক গোষ্ঠী ডিজিটাল বাংলাদেশে অর্থই বুঝেনি। ছেলেমেয়েদের বার্ষিক পরীক্ষার সময় একটি গোষ্ঠী হরতাল দেয়। ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার সময় বোমা ফাঁটায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক শাহ সুফী মোহাম্মদ আলী রেজা, ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, কেরানীগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসার মাজেদা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিলারা ইসলাম, হাজি মো. সোলেইমান জামান, মো. জজ মিয়া, হাজি জেড এ জিন্নাহ, মো. হুমায়ুন গনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *