ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
সাতছড়ি অরণ্য থেকে: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি গভীর অরণ্যে অভিযান চালিয়ে রকেট, মেশিন গান, গোলা ও রকেটের চার্জারসহ বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
রোববার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার (সিও) এএসপি সানা শামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অস্ত্র উদ্ধারের পর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, রোববার থেকে বুধবার দুপুর পর্যন্ত ৪০ মিলি মিটারের ২২২টি কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেট চার্জার, ১টি রকেট লঞ্চার, ৪টি ৭ দশমিক ৬ মিলিমিটার মেশিন গান, খালি ব্যারেল ৫টি, ১২ দশমিক ৭ মিলিমিটারের ১২শ’ ২২টি গুলি, ৭ দশমিক ৬ মিলিমিটারের ১১ হাজার ৬৬৭টি গুলি, ১৯টি ম্যাগজিন, ২টি বেল্ট ও আগ্নেয়াস্ত্র পরিষ্কারক ল্যান্সিড ওয়েল ৪৬ আইএসও ভিসকো সিটি গ্রেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, এসব আগ্নেয়াস্ত্রের সঙ্গে চট্টগ্রাম থেকে উদ্ধারকৃত ১০ ট্রাক ও বগুড়া থেকে উদ্ধার করা ১ ট্রাক অস্ত্রের মিল রয়েছে।
প্রতিষ্ঠার পর ১০ বছরে র্যাব ১১ হাজার আগ্নেয়াস্ত্র ও ৯৬ হাজার গোলা-বারুদ উদ্ধার করেছে বলেও জানান তিনি।