ঢাকা:যুক্তরাষ্ট্রে ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডে কমপক্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন ৬ অগ্নিনির্বাপক। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, শনিবার নিউ ইয়র্কে অবস্থিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটে। এতে নিহত ব্যক্তিকে পুলিশ টড ব্রাসনার (৬৭) হিসেবে চিহ্নিত করেছে। তিনি ওই ভবনের ৫০তম তলায় বসবাস করছিলেন।
তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়। কিন্তু পরে তিনি মারা যান। এসব তথ্য দিয়েছেন ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যানজেলিকা কনরয়। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বলেছে, টড ব্রাসনারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তারপরও তার মৃত্যুর কারণ নির্ণয় করবেন মেডিকেল অফিসাররা। নিউ ইয়র্কের ফিফথ এভিনিউয়ে অবস্থিত টাম্প টাওয়ার। এর ৫০তম তলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। কিভাবে এর সূত্রপাত এ সম্পর্কে জানাতে পারে নি কেউ। দু’ঘন্টা পরে স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সময় ট্রাম্প পরিবারের কোনো সদস্য ওই টাওয়ারে ছিলেন না। এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প অগ্নিনির্বাপকদের অভিনন্দন জানিয়ে টুইট করেন। কারণ, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এখানে উল্লেখ্য, এর তিন মাস আগে এই ট্রাম্প টাওয়ারের কুলিং টাওয়ারে অগ্নিকান্ড ঘটে। ওই কুলিং টাওয়ার বা শীতলীকরণ টাওয়ারটি ট্রাম্প টাওয়ারের ছাড়ে।