স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আজ গাজীপুর সিটি নির্বাচনে তিনটি দলীয় প্রতীকের মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। নৌকা ধানের শীষ আর লাঙ্গল প্রতীকের প্রার্থীরা দলীয় মনোনয়ন পাবেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে গাসিকে নৌকা প্রতীকে ১১জন ও ধানের শীষ প্রতীকে ৮জন, এবং লাঙল প্রতীকে ১জন দলীয় মনোনয়ন চেয়েছেন।
আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি আজ তাদের মনোনয়ন চূড়ান্ত করবে বলে পূর্বেই ঘোষনা রয়েছে। আর সেই মহেন্দ্রক্ষনের অপক্ষোয় গাজীপুরবাসী।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, প্রধান তিন দলের অফিসেই দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার কাজ চলছে। যে কোন সময় ঘোষনা হবে কে কোন দল থেকে মনোনয়ন পাবেন।
এ দিকে গোপন সূত্রে জানা যায়, আওয়ামীলীগ থেকে দুই জন প্রথম আলোচনায় আছেন। এড. আজমত উল্লাহ খান ও জাহাঙ্গীর আলম।
বিএনপি থেকে অধ্যাপক এম এ মান্নান ও হাসান উদ্দিন সরকার। জাতীয় পার্টি থেকে এম এন নিয়াজ উদ্দিন।
অনেকে বলছেন, দুই দলেই আভ্যন্তরীন কোন্দল রয়েছে। কোন্দল নিরসন করেই দলীয় প্রার্থী চূড়ান্ত করতে চাইছে দলগুলো।
গাজীপুর নগরবাসীর অভিমত, প্রধান তিন দল দলীয় মনোনয়ন দেয়ার পর ভোটের মাঠে হাওয়া পাল্টে যাবে। সৃষ্টি হবে নতুন মোড়। আর এই পরিবর্তিত মোড়েরর জন্যই অপেক্ষা করছেন নগরবাসী।