মাদারীপুর সদর উপজেলা নির্বাচন অফিস থেকে চুরি হওয়া আটটি ল্যাপটপ, তিনটি ক্যামেরা ও নগদ টাকা উদ্ধার ও চুরির সঙ্গে জড়িত তিন চোরকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। মাদারীপুর সদর মডেল থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ২ অক্টোবর মাদারীপুর সদর উপজেলা নির্বাচন অফিস থেকে চুরি হয় আটটি ল্যাপটপ, তিনটি ক্যামেরা ও নগদ টাকা। এ ব্যাপারে মামলা হলে তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেনের এর তৎপরতায় খবর পান চোরাই মালামাল চোরদের বাড়িতেই আছে এবং চুরির সঙ্গে জড়িতরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী শনিবার দুপুরে তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেনের নেতৃত্বে কালকিনি উপজেলার তিনটি বাড়িতে অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার ও চুরির সাঝে জড়িত তিন চোর কে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো,সদর উপজেলার কুলপদ্বী এলাকার সাহাবুদ্দিন তায়ানীর ছেলে জসিম তায়ানী, একই উপজেলার ঝিকরহাটি গ্রামের মৃত রুপাই মোল্লার ছেলে আবুল হোসেন ও কালকিনি উপজেলার ডাসারের বেতলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে বজলু আকন। এসআই মোবারক হোসেন বলেন, আটককৃততার দুর্ধর্ষ চোর। আটককৃতদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী শনিবার দুপুরে তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেনের নেতৃত্বে কালকিনি উপজেলার তিনটি বাড়িতে অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার ও চুরির সাঝে জড়িত তিন চোর কে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো,সদর উপজেলার কুলপদ্বী এলাকার সাহাবুদ্দিন তায়ানীর ছেলে জসিম তায়ানী, একই উপজেলার ঝিকরহাটি গ্রামের মৃত রুপাই মোল্লার ছেলে আবুল হোসেন ও কালকিনি উপজেলার ডাসারের বেতলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে বজলু আকন। এসআই মোবারক হোসেন বলেন, আটককৃততার দুর্ধর্ষ চোর। আটককৃতদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।