শ্রীনগরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, একই পরিবারের আহত ৫

সারাদেশ

image_159700.koctel (2)মুন্সীগঞ্জের শ্রীনগরে কুড়িয়ে পাওয়া ককটেল বিষ্ফোরণে স্কুলছাত্র সহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছে। এসময় একজনের হাতের কব্জি উড়ে যায়। আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার রাঢ়িখাল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকা-দোহার সড়কের লেখক হুমায়ূন আজাদের বাড়ির সামনের একটি যাত্রী ছাউনীর কাছে খেলতে গিয়ে রাঢ়ীখাল জেসি বোস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইমন মোল্লা দুটি ককটেল কুড়িয়ে পায়। সে ককটেল দুটি বাড়িতে নিয়ে তাঁর দুলাভাই নাজমুলের (২৫) হাতে দিলে সে নাড়াচার করার সময় ককটেল দুটি বিস্ফোরিত হয়।
এতে নাজমুলের হাতের কব্জি উড়ে যায়। এ সময় নাজমুলের স্ত্রী মৌসুমী (২০), বোন নুরজাহান (১৫), শ্যালিকা খোরশেদা (১৬) ও শ্যালক ইমন (১২) আহত হয়। আহত তিনজনকে দোহার উপজেলার নাড়িশা হাসপাতালে ও দুইজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাজমুল সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মাহে আলমের বাড়ি সংলগ্ন তাঁর বোন রিজিয়া বেগমের বাড়ির কেয়ারটেকার। তিনি ওই বাড়িতে কয়েক বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *