আজ মুম্বাইয়ের হয়ে খেলবেন মুস্তাফিজ?

Slider খেলা

180213musta_kalerkantho_pic

আজ শনিবার থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসর। দিনের একমাত্র উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবার মুম্বাইয়ে। উদ্বোধনী ম্যাচে তাকে একাদশে দেখা যাবে কিনা তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে অনেক জল্পনা ভিড় করেছে।

গত দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদে কাটানো মুস্তাফিজকে এবারের আসরে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। গত আসরটি ভালো যায়নি মুস্তাফিজের। যে কারণে তাকে আর ধরে রাখেনি সানরাইজার্স। মুস্তাফিজকে পেয়ে শুরু থেকেই উচ্ছাস দেখাচ্ছে মুম্বাই। তাছাড়া গতমাসে শেষ হওয়া শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিতটা দিয়ে রেখেছেন মুস্তাফিজ। তবে দুর্দান্ত পেস অ্যাটাক সমৃদ্ধ মুম্বাই একাদশে আসতে হলে দ্য ফিজকে লড়াই করতেই হবে।

খুব স্বাভাবিকভাবেই মুম্বাইয়ের পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন সময়ের অন্যতম সেরা তরুণ পেসার জসপ্রীত বুমরাহ। পাশাপাশি পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান, জেসন বেহেরেনডরফ ও প্যাট কামিন্স। বেহেরেনডরফ ইতিমধ্যেই চোটের কারণে ছিটকে গেছেন। মুম্বাই যদি দুই পেসার নিয়েও খেলে, তবে কামিন্সের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে দ্য ফিজকে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে কার্যকরী বোলার হিসেবে মুস্তাফিজের সুনাম আছে। তাছাড়া ইএসপিএন ক্রিকইনফো কিংবা টাইমস অব ইন্ডিয়া মুম্বাইয়ের যে সম্ভাব্য খেলোয়াড় তালিকা দিয়েছে, তাতে মুস্তাফিজ আছেন।

উল্লেখ্য, আইপিএলের ২০১৬ আসরে প্রথম খেলতে যান মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওই আসরে তিনি ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। আইপিএলে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে পেয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। সর্বোচ্চ উইকেট-শিকারিদের তালিকায় ছিলেন পাঁচ নম্বরে। ইনজুরি আক্রান্ত হয়ে গত আইপিএলে নিষ্প্রভ মুস্তাফিজ মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তবে এবার মুস্তাফিজ অনেক ধারাবাহিক। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তাকে যে বেশ কিছু ম্যাচে খেলানোর পরিকল্পনা আছে মুম্বাইয়ের।

View image on TwitterView image on Twitter

Mustafizur Rahman
✔
@Mustafiz90
Practice time with @mipaltan squad. Love the atmosphere here. #IPL #IPL2018

11:27 PM – Apr 3, 2018
9,206
768 people are talking about this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *