বিশ্ববিদ্যালয়ের ভর্তিসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাংবাদিকদের জানান, একটি বিশেষ ইলেকট্রনিক যন্ত্র দিয়ে সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তিসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আটক ব্যক্তিদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি বলেন, এটি একটি প্রভাবশালী চক্র। এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা, এইচএসসি পরীক্ষার্থী, কোচিং সেন্টারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততাও পাওয়া গেছে।
আজ শনিবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।