আমার পেশা—— তারিকুল ইসলাম

Slider সাহিত্য ও সাংস্কৃতি

30226270_832729170246326_4277986988176441344_n

আমি কামার,জানি লোহার মাঝে কত দৃঢ়তা,
আমি কুমোর,চিনি মাটির নানা রুপ কোমলাতা।
আমি জেলে,নদী নালায় ধরি গভীর জলের মাছ,
আমি কাঠুরে,বনে জঙ্গলে কাঠ কাটা আমার কাজ।

আমি তাঁতী,যাই বিভিন্ন রকম কাপড় বুনে,
আমি মাঝি,আমার যুদ্ধ স্রোতের মাঝে দাঁড় টেনে।
আমি শ্রমিক অভ্যস্ত ময়লা পোষাক আর ঘামের গন্ধে,
আমি কবি, করি বর্ণন ঘটনা নানা রুপ ছন্দে।

আমি কৃষক,আনন্দে ভাসি মাঠ ভরা ধান দেখে,
আমি শিল্পী,আমার ভাষা রংতুলি,ক্যানভাসে ছবি এঁকে।
আমি কুলি,বইতে পারি ভারী মালের বোঝা,
আমি শিকারি,কাজ আমার ঘুরে ঘুরে শিকার খোজা।

আমি শিক্ষক,বলি জ্ঞান আর্জনের নেই কোন তুল্য,
আমি ইতিম,খুজি মাতৃস্নেহ বুঝি পিতার কতো মুল্য।
আমি মৌয়াল,নানা স্থানে গিয়ে সংগ্রহ করি মধু,
আমি যাদুকর,যা দেখাই-না দেখাই সবই আমার যাদু।

আমি দর্জি,কাপড় কেটে জামা বানাই,
আমি অসহায়,সবার কাছে সাহায্য চাই।
আমি ব্যবসায়ী,আছে লাভ লোকসানের হিসাব খাতা,
আমি ভিক্ষুক,কাজ আমার দ্বারে দ্বারে হাত পাতা।

আমি চাকুরিজীবি,খুশি মাসের শুরুতে বেতনে,
আমি পাগল,তাই কাজের হিসাব নাই এ জীবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *