রাতুল মন্ডল,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
এপার-ওপার বাংলার বরেণ্য শিল্পীদের পরিবেশনা যেন ভিন্ন এক সন্ধ্যা উপহার দিলেন ‘বিশ^ বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন’।(বৃহস্পতিবার ৫ এপ্রিল) শ্রীপুর উপজেলা হল রুমে বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত এপার-ওপার বাংলার নাট্যকার,অভিনেত্রী এবং আবৃত্তিকারদের মিলন মেলায় পরিনত হয়।
ওপার বাংলা থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী রাধাকান্ত সরকার। সংগঠনের বাংলাদেশের দায়িত্বে থাকা আব্দুস সালাম রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল,সহকারী কমিশনার (ভুমি) মো. সোহেল রানা,শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান,কবি ও সাংবাদিক ইজাজ আহমেদ মিলন,কবি রানা মাসুদ,কলকাতার সিনেমা প্রযোজক ও অভিনেত্রী শ্রী মতি তীপ্ত গুহ,রসিক কবি শ্রী গোবিন্দ্র কুমার পাল,নবেল প্রমুখ।
অনুষ্ঠানে কবি,সাংবাদিক,সাহিত্যিক,সহ ভিবিন্ন শ্রেীণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
আবৃত্তিকার ইকবাল আহমেদ নিশাতের সঞ্চালনায় কলকাতার বিশ্ব বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন বাংলা সাহিত্যকে বিশ্ব আসরে পৌছে দিতে দুই বাংলার যৌথভাবে কাজ করবেন বলেও জানান বক্তারা।