লিউডেই যেটুকু কাজ করার করেছেন৷ কিন্তু বলিউডে এখনও পর্যন্ত জায়গা করে উঠতে পারছেন না তিনি৷ বলিউডে কাজ করতে চাই ঘোষণা করেও কোনও পরিচালক কিংবা প্রযোজকের কাছ থেকেই ডাক পান না তিনি৷ অগত্যা হিন্দি ছবি প্রযোজনা করতে চলেছেন৷ ইউনিসেফের গার্ল রাইজিং প্রচারে দেশে এসেছিলেন তিনি৷ সেইসঙ্গে কিছু ইংরেজি তথ্যচিত্রের হিন্দি ভার্সানের ডাবিংয়ের কাজও করবেন৷ এছাড়াও হাতে তাঁর আরও দুটি হলিউড ছবির প্রস্তাব রয়েছে তাঁর হাতে৷
কিন্তু হলিউডে কাজ করেও বলিউডে এন্ট্রি নেওয়ার জন্য কেন ক্ষেপে উঠেছেন তিনি? যেখানে টিনসেল টাউনের শিল্পীরা একবার হলিউডে নাম লেখাবার জন্য অস্থির হয়ে ওঠেন৷ আসল সত্যিটা হল যতই হলিউডের কাজ করুন না কেন ফ্রিডা খুব ভালোভাবে জানেন, বলিউডের ছবিতে না ঢুকতে পারলে একজন অভিনেত্রী হয়েই থেমে থাকতে হবে, জনপ্রিয় আর হয়ে ওঠা হবে না৷