দুই দিনের খুলনা সফরের শেষদিনে বৃহস্পতিবার সপরিবারে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মোংলা বন্দর থেকে জাহাজে করে পশুর চ্যানেল পরিদর্শনে যাওয়ার পথে সুন্দরবন দেখেন রাষ্ট্রপতি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাশিদা খানম, মেজ ছেলে রাসেল আহমেদ তুহিন ও তার স্ত্রী।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত পশুর নদীতে জাহাজে করে রাষ্ট্রপতির এ সুন্দরবন ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছেন রাসেল আহমেদ তুহিন। সেলফিতে স্ত্রী রাশিদা খানমের সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাসেল আহমেদ তুহিনের ফেসবুক থেকে সংগৃহীত ছবিপশুর চ্যানেল পরিদর্শনের সময় রাষ্ট্রপতি সুন্দরবনের হারবাড়িয়া পর্যন্ত যান। মোংলায় ফিরে এসে তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যান।
বুধবার (৪ এপ্রিল) বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তৃতীয় সমাবর্তনে যোগ দেন রাষ্ট্রপতি। সন্ধ্যায় তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। রাষ্ট্রপতি রাত্রিযাপন করেন বন্দরের রেস্ট হাউস ‘পারিজাতে’।