গাজীপুরে ভুয়া পরীক্ষার্থী আটক

Slider গ্রাম বাংলা

29694535_2018907035025400_4634517656551030784_n

গাজীপুর: অদ্য ০৫/০৪/২০১৮ তারিখ এইচএসসি পরীক্ষা চলাকালীন জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমাতুজ জোহরা কর্তৃক ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনকালে ইয়াসিন আরাফাত (২৪), পিতাঃ মৃত- হাবিব উল্লাহ, গ্রাম- পশ্চিম বরদই, থানাঃ নোয়াখালী সদর, জেলাঃ নোয়াখালী নামীয় একজন ভুয়া পরীক্ষার্থী সনাক্ত করা হয়।

তিনি ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থী সুব্রত মজুমদার, পিতাঃ স্বপন চন্দ্র মজুমদার, রেজিস্ট্রেশন নং-৬০১০০৬৫৯০১ এর পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন। সনাক্তকৃত ভুয়া পরীক্ষার্থীকে তাৎক্ষনিক মোবাইল কোর্টের মাধ্যমে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৮০ এর ৩ ধারার অপরাধে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

এইচ এস সি/ এইচ এস সি সমমান পরীক্ষায় যে কোন অপরাধ সংঘটিত হলে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অতএব সাবধান।

—গাজীপুর ডিসির ফেইসবুক পেজ থেকে প্রেসবিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *