২ এপ্রিল শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’ সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছে। আর সেদিনই পরিচালক সিদ্ধান্ত নিয়েছেন, ৬ এপ্রিল মুক্তি দেবেন ছবিটি। মাত্র চার দিন আগে নেওয়া এমন সিদ্ধান্তে খানিকটা দুশ্চিন্তায় নায়িকা মাহিয়া মাহি। এত অল্প সময়ে কিভাবে ছবির প্রচার-প্রচারণা হবে, দর্শক ছবিটির মুক্তি সম্পর্কে আদৌ জানবে কি না, তা নিয়েও ভাবছেন। মাহি বলেন, ‘আমার আগের কোনো ছবি এমন হুট করে মুক্তি পায়নি। ছবির গল্প দারুণ। সেন্সরেও প্রশংসিত হয়েছে। ভেবেছিলাম, পরিচালক সময় নিয়ে জোর প্রচারণা চালিয়ে মুক্তি দেবেন। কিন্তু বুঝে উঠতে পারলাম না, হঠাৎ কেন চার দিন আগে ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হলো!’ এ বিষয়ে পরিচালক শাহনেওয়াজ শানু বলেন, ‘এখন ছবিটি মুক্তি না দিলে ঈদ ছাড়া আর মুক্তি দেওয়া সম্ভব নয়। তার জন্য অপেক্ষা করতে হবে তিন মাস। প্রযোজকের পক্ষে এত দিন অপেক্ষা করা সম্ভব নয়। তবে চার দিনের সিদ্ধান্তে ছবি মুক্তি নিয়ে আমি শঙ্কিত নই। মাত্র এক দিনে আমরা অর্ধশত প্রেক্ষাগৃহ বুক করেছি। আশা করছি ৬ এপ্রিলের আগে অন্তত আরো ২০টি প্রেক্ষাগৃহ পাব। যদি সেটা হয় তাহলে প্রযোজক ঝুঁকিমুক্ত থাকবেন।’