থ্রি-হুইলারে (মাহিন্দ্র) ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করার প্রতিবাদে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মশাল জ্বালিয়ে এ বিক্ষোভ কর্মসূচি করেন।
জানা গেছে, রাত ৮ টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতরে থাকা গণপূর্ত বিভাগের সামনের সড়কে এক ছাত্রী হোস্টেলের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি চলমান মাহিন্দ্রে থাকা বখাটেরা ওই ছাত্রীর সঙ্গে থাকা ব্যাগ ধরে টান দেয়। এক পর্যায়ে ছাত্রীর হাত ধরে টানাটানি করে তারা। পরে ছাত্রীর চিৎকারে মাহিন্দ্র ও মাহিন্দ্রের সঙ্গে আরও দু’টি মোটরসাইকেলে থাকা বখাটেরা দ্রুত সটকে পড়ে।
বিষয়টি জানাজানি হলে পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে রাত ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
এদিকে আজ বুধবার (০৪ এপ্রিল) সকালে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন।