শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক সুজনের বিরুদ্ধে এক কিশোরীকে (১৫) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মেয়েটি স্থানীয় এক বিদ্যালয়ে আয়ার চাকরি করে।
গোসাইরহাট থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেয়েটির বাড়ি নলমুড়ি ইউনিয়নে। প্রতিদিনের মতো রবিবার সকালে সে বিদ্যালয়ে রওনা দেয়। পথে পাঁচকাঠি গ্রামের হারুন-অর-রশিদ বাবু সরদারের ছেলে এনামুল হক সুজন তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তিনি মুখ চেপে ধরে বাগানে নিয়ে যায়। মেয়েটি চিৎকার করার চেষ্টা করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে সে দৌড়ে পালিয়ে বাড়ি যায়। বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল ফরাজীকে জানায়। সভাপতি রবিবার সন্ধ্যায় একটি জরুরি সভা ডেকে সাধারণ সম্পাদককে তাৎক্ষণিক বহিষ্কার করেন।
এ ঘটনায় গতকাল সোমবার সকালে মেয়ের বাবা থানায় একটি মামলা করেছেন। এ বিষয়ে কথা বলতে এনামুল হক সুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।