মুম্বাইয়ের সেরা তারকা মোস্তাফিজ-রোহিত-বুমরাহ!

Slider খেলা

15766

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নতুন দলের হয়ে খেলতে দেখা যাবে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে।  তিনি খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।  মোস্তাফিজুর রহমান ইতোমধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যোগ দিয়েছেন।  অনুশীলনও শুরু করে দিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ফেসবুক পেইজে খেলোয়াড়দের অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘রোহিত, বুমরাহ, মোস্তাফিজুর।  সেরা তিন তারকা মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পে যোগ দিয়েছেন। ’আইপিএলে অংশ নিতে গত শনিবার ভারত যান মোস্তাফিজুর রহমান।  ২০১৬ ও ২০১৭ সালের আইপিএল আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান।  ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মোস্তাফিজুর রহমান ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএলে ডাক পান।  প্রথমবার আইপিএল খেলতে গিয়েই তিনি সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন।  ওই আসরে তার দলও চ্যাম্পিয়ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *