নারী গ্যাংস্টারের ভূমিকায় এবার দেখা যাবে বিদ্যা বালানকে। ছবির নাম ‘মুর্কি ওয়ার্ল্ড অব ক্রাইসিস’। ছবিটি পরিচালনা করবেন জ্যোতি কাপুর। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘তুমহারি সুলু’ র সাফল্যের পর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনীতে সই করেছেন বিদ্যা বালান। কিন্তু, ইন্দিরা গান্ধীর জীবনী ছাড়াও আরো একটি ছবিতে কাজ করতে চলেছেন বিদ্যা। আর সেই ছবিতে বিদ্যাকে দেখা যাবে গ্যাংস্টারের ভূমিকায়।
পরিচালক জ্যোতি কাপুর জানান, “বিদ্যার সঙ্গে কাজ করা এক প্রকার স্বপ্নের মতো। তাঁকে ভেবেই চিত্রনাট্য লেখা হয়েছে। চিত্রনাট্য পড়েই তিনি রাজি হয়ে যান। ”বিদ্যার নতুন এই ছবির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পরিচালক। এমনকি বিদ্যার মুখপাত্রও স্পষ্ট করে কিছু বলেন নি।