গাসিক নির্বাচন ভাবনা-৭: ভোট ১৫ মে, মনোনয়নের শেষ দিন ১২ এপ্রিল

Slider গ্রাম বাংলা ফুলজান বিবির বাংলা সামাজিক যোগাযোগ সঙ্গী
images
গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন আগামী ১৫ই মে অনুষ্ঠিত হবে। আর মনোনয়নের শেষ দিন ১২ এপ্রিল।
আজ শনিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাচন কমিশন ভবনে এই তফসিল ঘোষণা করেন। এর আগে নির্বাচন নিয়ে বৈঠকে বসে কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ই এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩শে এপ্রিল। আর যাচাই বাছাই ১৫-১৮ই এপ্রিল।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, গাজীপুরে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।  গাজীপুর সিটি করপোরেশনের ৫ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর।
এদিকে  গাসিকের নির্বাচনী তপসিল  ঘোষনার পর গাজীপুরে বিভিন্ন প্রার্থীরা আনন্দ মিছিল করেছেন। প্রত্যেকেই নির্বাচনে মনোনয়ন দাখিল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *