মো: আবু বক্কর সিদ্দিক সুমন ; উত্তরা প্রতিনিধি :
রাজধানীর উত্তরা থেকে একটি পাগলা শিয়াল উদ্ধার করেছে উত্তরার ফায়ার সার্ভিস। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি ছয়তলা বাড়ির নিচতলা থেকে শিয়ালটিকে উদ্ধার করা হয়।
উত্তরা ফায়ারে স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম ওই বাড়ির নিচতলায় নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে একটি পাগলা শিয়াল ঢুকে পড়ে। পরে বাসার ভেতর দৌড়াদৌড়ি শুরু করে।
এসময় বাসার লোকজন রাস্তায় বেরিয়ে আসে।পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এরপর উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মেজর সফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম কৌশলে রুম থেকে পাগলা শিয়ালটিকে ১ ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করে। মেজর সফিকুল ইসলাম গ্রাম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদককে জানান, শিয়ালটিকে উদ্ধারের পর না মেরে উত্তরার ১৮ নম্বর সেক্টরের খোলা স্থানে ছেড়ে দেয়া হয়েছে।