গাজীপুর চান্দুরা, পল্লী বিদ্যুত এলাকায় আহসান কমপোজিট লিমিটিড নামে একটি সুতার কারখানায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন আহত হয়েছেন। এরমধ্যে, ৬ জনের অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, আহতরা হলেন- শফি প্রসেসিং ইন্ড্রাস্ট্রি লিমিটেডের মার্কেটিং সুপারভাইজার আমানউল্লাহ (৩৮), কাভার্ডভ্যান চালক আলি আজগর (৪০)। এছাড়া, আহসান কমপোজিট লিমিটিডের কর্মী আবদুল বারিক (৩৬), মো. আপন (৩০), আবদুল জলিল (৩০), হয়দার আলী (৪০) ও বেলাল হোসেন (৪৫)।
আহতরা বাংলানিউজকে জানান, একটি ভ্যান নিয়ে গাজীপুর চান্দুরা, পল্লী বিদ্যুত এলাকায় অবস্থিত আহসান কমপোজিট লিমিটেডে সুতা আনতে যায় শফি প্রসেসিং ইন্ড্রাস্ট্রি লিমিটেডের দুই কর্মী। এ সময় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শফি প্রসেসিং ইন্ড্রাস্ট্রির দুই জনসহ আহসান কমপোজিটের ৫ জন আহত হন।
বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক রহিমা খানম।
তিনি বলেন, ৭ জনের মধ্যে ৬ জনের অবস্থা বেশ গুরুতর। কারণ তাদের সবারই মুখমণ্ডল দগ্ধ হয়েছে। এ কারণেরই তাদের অবস্থা আশঙ্কাজনক।