আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর রেল ষ্ট্রেশন আঙিনায় ট্রেনের নীচে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (২৮) নিহত হয়েছে অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই চালকসহ তিন জনের মৃত্যু হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকাল আটটার দিকে আন্তনগর কমিউটার ট্রেন শ্রীপুরে যাত্রবিরতী করে। পরে ট্রেনটি চলা শুরু করলে এক যুবক দৌড়ে ট্রেনে উঠার চেষ্ঠা করে। কিন্তু রাতের বৃষ্টিতে প্লাটফরম ভেজা থাকায় সে পা পিছলে ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে রেলওয়ে পুলিশকে সংবাদ দেয়া হয়েছে। অপরদিকে একটি মাইক্রোবাস যোগে শ্রীপুরের প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিক লিমিটেডের মহাব্যবস্থাপক ও প্রশাসনিক কর্মকর্তাসহ ঢাকার উত্তরা থেকে আসার সময় হোতাপাড়া রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সংঘর্ষ হয়ে ঘটনা স্থলেই চালকসহ তিন জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, নারায়নগঞ্জ জেলার বন্দর থানার আরশাদ আলী ছেলে কারখানার মহাব্যবস্থাপক ফরিদুল ইসলাম ভুইয়া (৫৫), রাজশাহী জেলার গোদাঘাড়ী উপজেলার মহিশাঘাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে কারখানার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান (৩৫) ও মাইক্রোবাস চালক রুবেল মিয়া (২৫)।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, মহাসড়কের হোতাপাড়া এলাকায় শ্রীপুরের মাওনাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে মাইক্রোবাস চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়। ট্রাক ও মাইক্রোবাস উভয়ই পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।