আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে ঘাটতির আশঙ্কা বিএনপির

রাজনীতি

image_109222_0 যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের সাম্প্রতিক বক্তব্যে  সঙ্গে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে ঘাটতি দেখা দেবে বলে মনে করছে বিএনপি।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

সম্প্রতি আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইকে ‘দুই আনার মন্ত্রী’ বলে মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

গতকাল শুক্রবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেন, আমেরিকা ৫ জানুয়ারির নির্বাচন বন্ধের জন্য সব ধরনের চেষ্টা চালিয়েছিল। আমেরিকার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশ পাশে থাকলে আমরা বেঁচে থাকব, পাশে না থাকলে মরে যাব—এটা ভাবা ঠিক না।

এই দুটি বক্তব্য উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, “দ্বিপক্ষীয় সম্পর্কে শুধু অর্থনৈতিক সম্পর্ক নয়, আরো অনেক বিষয় থাকে। সরকার যখন এ ধরনের মিথ্যাচার বা এ ধরনের আচরণ করে, তখন কূটনৈতিক সম্পর্কে ঘাটতি দেখা দেয়।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “মিথ্যাচারের কূটনীতি বন্ধ করেন। এটি কারো কাম্য নয়। নিশা দেশাই সম্পর্কে সৈয়দ আশরাফের বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূতই নয়, এখানে বর্ণবাদের ইঙ্গিত আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *