~~ মনুষ্যত্ব ~~
| স্বপন মাঝি |
চিম্বুক পাহাড়ের কোল ছেড়ে
হতাশার উঠনে দাঁড়িয়ে
তোমাকেই খুঁজেছি নৈরাজ্যের চরাচরে
হে দুর্লভ মনুষ্যত্ব!
দাবানল জ্বালিয়ে অন্ধকার নিমগ্ন মনে
দূর করো বিষাক্ত নিঃশ্বাস
মুক্ত করো সার্বভৌম স্বাধীন সত্ত্বা
রক্ত চোখা নাগপাশ হতে।
মানুষ হয়ে মানুষের মতো চোখ মেলে
বিকলাঙ্গ জীবনে এনে দাও আলো
আাশার বাতাসে উড়ে যাক
হতাশার কালো মেঘ।
আকাশে জেগে উঠুক হাজার নক্ষত্র
পাপে জর্জরিত অবসন্ন মন,শান্তি ও সুন্দর
স্পর্শে জাগুক নতুন জীবনের সুর
তোমাকে খোঁজা হোক অবসান।