হায়দরাবাদের অধিনায়ক সাকিব!

Slider খেলা

bae79c04f2d729dd3ebcf3b45bd165a6

 

 

এবারের আইপিএল-এ ভাগ্য খুলে যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।  জল্পনা তুঙ্গে থাকা পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে। সাকিব আল হাসানের হাতে দেখা যেতে পারে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বের ব্যাটন!

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এবেলা জানিয়েছে, গত সাত বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল মাতিয়েছেন সাকিব। এবার নিলামে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে নেয় হায়দ্রাবাদ। ভুবনেশ্বর, মনীষ পাণ্ডে, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, ইউসুফ পাঠানের মতো ভারতীয় ক্রিকেটার থাকলেও নেতা হওয়ার দৌড়ে সাকিব আল হাসান বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। অভিজ্ঞতার নিরিখে শেষমেশ যদি সাকিবের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড ওঠে তাহলেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না।

এদিকে, সানরাইজার্সে নেতা হওয়ার দৌড়ে সাকিবকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। হায়দরাবাদের নেতা হিসেবে দলকে শেষে কে নেতৃত্ব দেন, সেটাই এখন দেখার!

বল বিকৃতি কাণ্ডের জেরে ইতিমধ্যে রাজস্থানের নেতৃত্ব ছেড়েছেন স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নারের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সানরাইজার্স হায়দরাবাদ। তারা সিদ্ধান্ত না নিলেও ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার মোহাম্মাদ কাইফ এরমধ্যেই এক টুইট করে বসেছেন ওয়ার্নারকে নিয়ে। আর সেই টুইটকে কেন্দ্র করেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

টুইটে কাইফ লেখেন, স্মিথ আর রাজস্থানের অধিনায়ক নন। তেমনই ডেভিড ওয়ার্নারকেও হায়দরাবাদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে কি আইপিএল-এর আট দলে আটজন ভারতীয় অধিনায়ক হয়ে নতুন ইতিহাস সৃষ্টি হতে চলেছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *