উইন্ডোজ ফোনের সবচেয়ে বড় সমস্যা

তথ্যপ্রযুক্তি

nokiaমাইক্রোসফটের উইন্ডোজ ফোন সম্পর্কে বিশেষজ্ঞদের মত হচ্ছে, সুন্দর একটি প্ল্যাটফর্মের সঙ্গে বড় ধরনের অ্যাপ সমস্যা। উইন্ডোজ ফোনের অ্যাপ সমস্যাকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখেন তাঁরা।
আইওএস ও অ্যান্ড্রয়েডের জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলোর অধিকাংশই আপনি উইন্ডোজ ফোনে পাবেন না। ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে উইন্ডোজ ফোনের সমস্যার কথা তুলে এনেছে।
মাইক্রোসফটের আরেকটি সমস্যা হচ্ছে এর অ্যাপ স্টোরটি ভুয়া অ্যাপে ভর্তি। জনপ্রিয় ১০০টি অ্যাপের মধ্যেও অনেক ভুয়া অ্যাপ রয়েছে। সম্প্রতি তথ্য গবেষণা প্রতিষ্ঠান জ্যাকডো রিসার্চ ৩০ পৃষ্ঠার একটি প্রতিবেদনে উইন্ডোজ ফোনের বড় এই দুর্বলতার বিষয়টিই তুলে ধরেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ ফোনে শুধু ইউটিউব অ্যাপ অনুসন্ধান করলেই অসংখ্য ভুয়া ইউটিউব অ্যাপ হাজির হবে। একইভাবে সুইং কপ্টার গেমটি অনুসন্ধান করলেও ভুয়া বেশ কিছু অ্যাপ এসে হাজির হয়।
অ্যাপ স্টোরের জনপ্রিয় ১০০টি অ্যাপের মধ্যে ৩৮টি আইওএস ও অ্যান্ড্রয়েডে সহজলভ্য, ৩৮টি অ্যাপ ফ্ল্যাশ লাইটের মতো বেসিক অ্যাপ, স্ন্যাপচ্যাটের মতো অ্যাপগুলোর বিকল্প হিসেবে রয়েছে নয়টি অ্যাপ, আটটি অ্যাপ ভুয়া আর মাত্র সাতটি মাইক্রোসফটের তৈরি অ্যাপ। জনপ্রিয় অ্যাপ্লিকেশন উন্মুক্ত করার ক্ষেত্রে উইন্ডোজ প্ল্যাটফর্মকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কোনো অ্যাপ উন্মুক্ত হওয়ার ২০০ দিন পর তা উইন্ডোজ প্ল্যাটফর্মে আসে।

জ্যাকডো রিসার্চ তাদের প্রতিবেদনে লিখেছে, মাইক্রোসফটের জন্য এই ক্ষেত্রটি নিয়ে ঘুরে দাঁড়ানো বেশ কঠিনই বটে। কারণ, মাইক্রোসফটের বাজার খুব ছোট। ২০১৩ সালে ৩ দশমিক ৪ ভাগ বাজার দখল করলেও আইডিসির তথ্য অনুযায়ী, এ বছর তা কমে ২ দশমিক ৮ ভাগে নেমে এসেছে। উইন্ডোজ প্ল্যাটফর্মে অ্যাপ তৈরির উৎসাহ পান না ডেভেলপাররা।
মাইক্রোসফটের নতুন ওএস উইন্ডোজ ১০ বাজারে এলেও তা খুব বেশি কাজে আসবে না। মাইক্রোসফট জানিয়েছে, তাদের উইন্ডোজ ১০ পিসি, ট্যাব, মোবাইল প্ল্যাটফর্মের উপযোগী হবে। বিশ্লেষকেরা বলছেন, উইন্ডোজ ফোনে যে ধরনের অ্যাপ দরকার হবে তার চেয়ে পিসির অ্যাপ আলাদা।
অবশ্য জ্যাকডো রিসার্চের প্রতিবেদনে মাইক্রোসফটকে নিরাশ করেনি। মাইক্রোসফটের জন্য পরামর্শ হিসেবে গবেষকেরা লিখেছেন, মাইক্রোসফটকে একটি ফ্ল্যাগশিপ মোবাইল ফোন তৈরি করতে হবে, যাতে আসল উইন্ডোজ ফোন কী সেটা ক্রেতারা বুঝতে পারেন। সেই ফোনটিকে তুমুল জনপ্রিয় করতে হবে এবং অ্যাপ নির্মাতারা যাতে এই প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারেন, তার সুযোগও করে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *