খুনের ভুয়া ভিডিও নিয়ে তোলপাড়

Slider জাতীয়

adol

 

 

 

 

 

রাজধানীতে এক তরুণ খুনের শিকার হয়। আর সেই দৃশ্যের ভিডিও ধারণ করে তার বন্ধুরা। এরপর সেটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সন্তান খুনের ঘটনাটি জেনে আহাজারি শুরু হয় ওই তরুণের বাবা-মার। তারা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় উপস্থিত হয়ে অভিযোগ করেন। ফুটেজ দেখে আটক করা হয় সেই খুনে জড়িত ইমরান নামে একজনকে। তার মুখ থেকেই বেরিয়ে আসে মূল রহস্য। এ নিয়ে শুরু হয় ব্যাপক তোলপাড়। আসলে খুনটি সত্যিকারের ছিল না, সেখানে খুনের অভিনয় করা হয়েছিল। এটি শনিবারের ঘটনা।

জানা যায়, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় নিদাহাস ট্রফির ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়া খেলে আদল নামে এক তরুণ। এ কারণে প্রায় দেড় লাখ টাকা ঋণী হয় সে। এরপর টাকা পরিশোধ যাতে করতে না হয় সে জন্য নিজেকে খুন করতে বলে বন্ধুদের। বন্ধুরা তার কথামতো ওই তরুণের হাত-পা বেঁধে গলায় ছুরি চালায়। বের হয় রক্ত। মারা যায় ওই তরুণ। আর সেই খুনের দৃশ্য মোবাইলে ধারণ করে অপর একটি মোবাইল থেকে পাওনাদারের মোবাইলে ইমো অ্যাপে পাঠিয়ে দেওয়া হয়। এমনকি নিজের ভাইয়ের ইমোতেও সে চট্টগ্রামে নিহত তরুণের লাশ বলে ওই ভিডিওটি পাঠায়। এরপর বন্ধ করে দেয় নিজের ব্যবহৃত মোবাইল নম্বরটি। ফরিদপুর থেকে ঢাকায় এসে তার বাবা-মা অভিযোগ করলে আমলে নেয় পুলিশ। সেই সঙ্গে পুলিশের ঘুম হারাম হয়ে যায়।

আদলের মোবাইল নম্বর ট্র্যাকিং করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এফডিসির মেকআপ আর্টিস্ট ইমরান নামে আদলের এক বন্ধুকে গ্রেফতার করে। ইমরানের গ্রেফতারের খবর পেয়ে আদল গ্রামের বাড়ি ফরিদপুরে পালিয়ে যায়। আর তার বাড়িতে পৌঁছানোর বিষয়টি পুলিশকে অবহিত করে স্বজনরা। এরপর ফরিদপুরের সদরপুর থানা পুলিশের মাধ্যমে আদলকে রবিবার গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ইমরান জানায়, সেটি তারা খুনের শুটিং করেছিল। দুই হাজার টাকার বিনিময়ে সে এই শুটিংয়ে অংশ নেয়। গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) কামরুজ্জামান সরকার এ প্রতিবেদককে বলেন, আদল রাজধানীতে ভ্রাম্যমাণ। সে কখনো পুরান ঢাকা, কখনো কারওয়ান বাজার, কখনো তেজগাঁও অঞ্চলে থাকে। আমরা তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ পেয়েছি। এ ঘটনায় ইমরান ও আদলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *