সরকার ঘোষিত নতুন পে-স্কেল কার্যকরসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
এছাড়া ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৩ জানুয়ারি বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন সংগঠনটির মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কর্মসূচি ঘোষণা করেন।
সমাবেশে থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী গত ২ এপ্রিল জাতীয় সংসদে প্রদত্ত ভাষণে ২০১৪-১৫ অর্থবছর হতে নতুন পে-স্কেলের সুপারিশ কার্যকরের ঘোষণা দেন। কিন্তু অর্থমন্ত্রী বলছেন এটি কার্যকর হবে ২০১৫ এর জুলাই থেকে।
সমাবেশে আরো জানানো হয়, যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবন যাত্রার ব্যায়বৃদ্ধির অপেক্ষায় রয়েছে নিম্ন আয়ের কর্মচারীরা। সেখানে প্রধানমন্ত্রীর ঘোষণার বিপরীতে অর্থমন্ত্রীর অবস্থান কোন ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
৩ জানুয়ারি বৃহত্তর আন্দোলনের কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও সমাবেশে হুশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের কার্যকরী সভাপতি এম এ হান্নান, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, সহ-সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, যুগ্ম সচিব মোজাম্মেল হক প্রমুখ।