‘ধর্ম যার যার রাষ্ট্র সবার”- এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পোমগাঁও গ্রামের জেলেবাড়ির মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাস্টার সুধীর চন্দ্র বর্মন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও কুমিল্লা জেলা আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বিকাশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শুভব্রত সাহা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একতাই হচ্ছে বল। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। কিন্তু বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরা আজ নির্যাতিত, নিপীড়িত। তাই আসুন আমরা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ঐক্য পরিষদের পতাকাতলে মিলিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এ সময় আরো বক্তব্য দেন, ডা. শচীন্দ্র কুমার দাশ, মাস্টার দিলীপ কুমার দাশ, শংকর দাশ, কৃষ্ণ বর্ধন, ডা. স্বপন চন্দ্র শীল প্রমুখ।