ভারতের আকাশসীমা লঙ্ঘন করে বেশ কিছুক্ষণ টহল দিয়েছে চীনা সামরিক হেলিকপ্টার৷ সোমবার উত্তরাখন্ডের চামোলি জেলার বারাহোটিতে এই ঘটনা ঘটে৷ আশঙ্কা করা হচ্ছে, ওই হেলিকপ্টারে আকাশ থেকে ভারতের বিমান ঘাঁটির ছবি তুলে নিয়েছে চীন।
জানা গেছে, চলতি মাসে এই নিয়ে তিনবার চীনা সামরিক হেলিকপ্টারকে টহল দিতে দেখা গেছে ভারতের আকাশে৷
এর আগে, ১০ মার্চ তিনটি চীনা হেলিকপ্টার ভারতের আকাশসীমার চার কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে৷ পাঁচ মিনিট টহল দেয়৷ এরপর ফিরে যায়৷
এর ঠিক দু’দিন আগে লাদাখে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে দুটি চীনা হেলিকপ্টার৷ এ বিষয়ে ভারতের বিমানবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছিলেন, হেলিকপ্টার দুটি ভারতের আকাশসীমার ১৮ কিমি-এর মধ্যে ঢুকে পড়ে৷
সূত্র: এনডিটিভি