‘জাগো বাংলাদেশ’ নামে একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেন মোশাররফ করিম। সম্প্রতি অনুষ্ঠানের একটি পর্বে ‘ধর্ষণের জন্য যদি পোশাক দায়ী হয় তবে পাঁচ বছরের শিশু, বোরখা পরা মেয়েরাও কেন ধর্ষিত হয়? মূলত পোশাক নয়, ধর্ষণের জন্য পুরুষের অসুস্থ মানসিকতাই দোষী’-বলে মন্তব্য করেন। কিন্তু মোশাররফের এই মন্তব্য দেশজুড়ে সমালোচিত হয়। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। বেশির ভাগ মানুষ বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে নিয়েছে।
শেষ পর্যন্ত মোশাররফ নিজের ভেরিফয়েড ফেসবুকে ক্ষমা চান। বলেন, ‘আমার উপস্থাপিত একটি অনুষ্ঠনের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি তা হয়তো পরিষ্কার হয়নি। আমি পোশাকের শালীনতায় বিশ্বাসী। এবং তার প্রয়োজন আছে। দয়া করে সবাই ক্ষমা করবেন।’ কিন্তু মোশাররফের এই ক্ষমা চাওয়া স্ট্যাটাস দেখে ক্ষোভ প্রকাশ করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেন, ‘মোশাররফ ক্ষমা চাইলেন কেন? তিনি তো ভালো জানেন যে মেয়েরা তাদের পোশাকের কারণে ধর্ষিতা হয় না। সত্য কথা বলার জন্য ক্ষমা চাইতে হয় না কখনো। ক্ষমা চাইলে নিজেকে ক্ষুদ্র করে ফেলা হয়।’