‘ভিখারীর তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ’

Slider ফুলজান বিবির বাংলা

ghjhfg

 

 

 

 

 

 

 

 

 

ভারতের রাজ্যগুলোর আশ্রয়হীন ও ভিখারির তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি আশ্রয়হীন ও ভিখারী রয়েছে পশ্চিমবঙ্গে। পুরো ভারতজুড়ে ভিখারীর সংখ্যা যেখানে ৪ লাখের বেশি সেখানে পশ্চিমবঙ্গেই রয়েছে ৮১ হাজার ভিখারি।

মঙ্গলবার লোকসভায় এমনটাই জানালেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী থাওয়ার চাঁদ গেলহট। এদিকে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী- উত্তর প্রদেশ ভিখারি ও আশ্রয়হীন তালিকায় দ্বিতীয় এবং তৃতীয়স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ।

ভারতের মোট ভিখারির সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৬৭০ জনের মধ্যে ২ লাখ ২১ হাজার ৬৭৩ জন পুরুষ এবং ১ লাখ ৯১ হাজার ৯৯৭ জন মহিলা। এদিকে সরকারি তথ্য অনুযায়ী, লাক্ষাদ্বীপে মাত্র দু’জন, দাদরানগর হাভেলিতে ১৯ জন, দমন ও দিউয়ে ২২ জন, আন্দামান ও নিকোবরে ৫৬ জন ভিখারি ও আশ্রয়হীন আছে। সেই সাথে দিল্লিতে আছে ২ হাজার ১৮৭ জন ভিখারি।

কেন্দ্রীয় মন্ত্রী গেলহট লোকসভায় লিখিতভাবে এ তথ্য নিশ্চিত করেন। লোকসভায় মন্ত্রী আরও বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল গুলোতে ভিখারী সংখ্যা প্রায় নেই বললেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *