মোশারফ করিমের বাড়িতে হামলার খবরটি ভূয়া

Slider বিনোদন ও মিডিয়া

mosharrof-karim_1জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের গ্রামের বাড়িতে হামলা হয়েছে এমন একটি সংবাদ শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধমে ভেসে বেড়াচ্ছে। অনেকেই এই খবরে উদ্বেগ প্রকাশ করছেন। এর সত্যতা যাচাই না করেই ফেসবুকে অনেকে এই তথ্য ছড়িয়ে দিয়ে নানা প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। বেশ কিছু ভূঁইফোড় অনলাইন পত্রিকারও বরাত দিয়ে অনেকে এই বিভ্রান্তি মূলক তথ্য ফেসবুকে প্রচার করতে থাকেন।

এরপরই বাংলা ডট রির্পোটের পক্ষ থেকে ঘটনার সত্যতা জানতে খোঁজ নেয়া হয়।  কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এমন কোন ঘটনাই ঘটেনি। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মোশারফ করিমের স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুই বাংলা ডট রির্পোটকে এই তথ্য নিশ্চিত করেছেন। মোশরারফ করিমের ঘনিষ্ঠভাজনদের সাথেও আলাপ করে একই তথ্য পাওয়া গেছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির বলেন, “এ ধরনের কোন ঘটনা ঘটেনি। এটি একটি গুজব। আমরা তার বাড়িতে পুলিশ পাঠিয়েছি। খোঁজ নিয়েছি। এমন কিছুই ঘটেনি।”

এ বিষয়ে মোশাররফ করিমের স্ত্রী জুই  বলেন, “এমনটি কেন ঘটবে। জানিনা কারা এমন গুজব ছড়াচ্ছে। এটা আসলে মিথ্যা কথা। আমাদের গ্রামের সবার সাথেই তো নিয়মিত যোগাযোগ হয়। এমন কিছুই আমাদের কানে আসেনি। আশা করি গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশের আগে বিষয়গুলোর সত্যতা যাচাই করে নিবেন।”

সম্প্রতি একটি বেসরকারী চ্যানেলে মোশাররফ করিমের উপস্থানায় একটি অনুষ্ঠানে তার বক্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। তার বক্তব্যকে অনেকে নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে ধর্মী অনুভুতিতে আঘাতের কথা বলে এই বির্তক শুরু করেন। এর প্রেক্ষিতে মোশরারফ করিম তার ফেসবুক স্টাটাসের মাধ্যমে বলেন, ‘চ্যানেল ২৪ এর আমার উপস্থাপিত একটি অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি তা হয়ত পরিষ্কার হয়নি। আমি পোষাকের শালীনতায় বিশ্বাসী। এবং তার প্রয়োজন আছে। এই কথাটি সেখানে প্রকাশ পায়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমার অভিপ্রায় না। এ ভুল অনিচ্ছাকৃত। আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে সবাই ক্ষমা করবেন।’

চলমান এই আলোচনার সূত্র ধরেই শনিবার তার বাড়িতে হামলা হয়েছে এমন একটি গুজব ফেসবুকে ছড়ানো হয়। পরিশেষে তা মিথ্য বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *