রণবীর, পরিণীতিরা মাতাবেন এবারের আইপিএলের উদ্বোধনী মঞ্চ

Slider খেলা বিনোদন ও মিডিয়া

ranveer-parineeti১১ তম IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানকে আরও বেশি ঝলমলে করে তুলতে আনা হচ্ছে রণবীর সিং, পরিণীতি চোপড়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুণ ধাওয়ানের মতো বলিউড তারকাদের। আগামী ৭ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হচ্ছে IPL-২০১৮র উদ্বোধনী অনুষ্ঠান। আর ওইদিনই বলিউড ও ক্রিকেট দুই জগতের তারকাদের মেলা বসতে চলছে ওয়াংখেড়েতে। যদিও এবছর  IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে মাত্র দুই দলের অধিনায়ককে দেখা যাবে। এই দুইজন হলেন ‘চেন্নাই সুপার কিংস‘-এর অধিনায় মহেন্দ্র সিং ধোনি ও ‘মুম্বই ইন্ডিয়ানস‘-এর অধিনায়ক রোহিত শর্মা।

তবে বাকি আরও ৬ দলের অধিনায়ক বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), স্টিভেন স্মিথ (রাজস্থান রয়্যালস), গৌতম গম্ভীর (দিল্লি ডেয়ারডেভিলস), আর অশ্বিন (কিংস ইলেভেন পঞ্জাব),দীনেশ কার্তিক (কলকাতা নাইট রাইডার্স) ডেভিড ওয়ার্নার (সানরাইজার হায়দরাবাদ) থাকছেন না উদ্বোধনী অনুষ্ঠানে। কারণ, তাঁদের উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই একাধিক ম্যাচ রয়েছে। জানা গিয়েছেন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের বাজের ৩০ কোটি থেকে কমিয়ে ২০ কোটিতে এনেছেন উদ্যোক্তারা। শোনা যাচ্ছে IPL-এর প্রধান বিষয়টাই ক্রিকেট,  তাই এন্টারটেইনমেন্টের জন্য এত টাকা খরচ করতে রাজি নয় BCCI।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *