রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের পাশে আরএস টাওয়ারের তৃতীয় তলায় গ্রেনেট বিস্ফরণে তৌহিদুল ইসলাম তপু (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অপর তিনজন। তারা হলেন, শাহিন মিয়া (২২) দৃপ্ত সরকার (২৫) মো. হাফিজ (২৩)।
এদের মধ্যে গুরুতর আহত শাহিন মিয়াকে ঢাকা স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
তাক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।শনিবার (২৫ মার্চ) আনুমানিক রাত ২টার দিকে ওই ঘটনা ঘটে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রসিদ জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়াতেই ওই ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।