শ্রীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Slider গ্রাম বাংলা

 

29134946_335050320350802_1719033393_nশ্রীপুর, (গাজীপুর) প্রতিনিধি:

শ্রীপুর উপজেলার কাইচাবাড়ী গ্রামে, কাইচাবাড়ী আদর্শ যুব উন্নয়ন ক্লাবের উদ্দ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ ইং উদযাপন । অনুষ্ঠান উপলক্ষে ছিলো দিন ব্যাপি নানা আয়োজনে ছিল জাতীয় সংঙ্গীত পরিবেশন, ২৬ শে মার্চের উপর আলচনা, ক্রিকেট ম্যাচ, দেশাত্মবোধক গান,ঐতিহ্যবাহী কাছি টান,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মোঃ আতাউর রহমান এবং আনোয়া হোসেন ও রাজিউল ইসলাম (রাজু) উপস্থাপনায়,এবং গোসিংগা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য তাজ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে শুক্রবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠানটি শুরুহয়ে সারাদিন ব্যাপি চলে।অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা,রেহেনা আক্তার,অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাংবাদিক জনাব,মো: শফিকুল ইসলাম ভূইয়া ব্যবস্থাপনা পরিচালক, কূঁড়েঘর অাশ্রয়ন প্রকল্প ও নির্বাহী সদস্য জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোঃ শাহজাহান সরকার,চেয়ারম্যান গোসিংগা ইউনিয়ন পরিষদ,মোঃআসাদুজ্জামান প্রধান, সাবেক ছাত্রলীগ নেতা, খন্দকার মো: ওবায়েদ উল্লাহ্, সাবেক সাধারন সম্পাদক গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগ,মোঃ হুমায়ন কবির সদস্য, ২ নং ওয়ার্ড গোসিংগা ইউনিয়ন পরিষদ, মো: তোফাজ্জল হোসেন সভাপতি গোসিংগা ইউনিয়ন কৃষকলীগ।বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর মোহান্মদ ফকির, সাবেক চেয়ারম্যান, এ্যাড: মো: কাজী আলম লাইব্রেরী সাম্পাদক, গাজীপুর আইনজীবি সমিতি,মো: আনোয়ার হোসেন দুলাল সাবেক সাধারন সাম্পাদক, গোসিংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগ।জনাব,আব্দুস ছাত্তার সরকার প্রচার ও প্রকাশনা সম্পাদক,শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগ।জনাবা, মোছা:মাহফুজা আক্তার লিপি সংরক্ষিত মহিলা সদস্য ১,২,ও ৩ নং ওয়ার্ড,গোসিংগা ইউনিয়ন পরিষদ। দিনব্যাপী অনুষ্ঠানের আলোচনায় বক্তারা ২৬শে মার্চের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *