হামলায় বেশ কয়েকজন আগত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ওদিকে, সরকারী সূত্রের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, হামলাকারী তিন জনকে হত্যা করেছে বলে জানা যাচ্ছে।
জঙ্গিগোষ্ঠী আইএসের প্রতি আনুগত্য স্বীকার করা ওই ব্যক্তি মরোক্কোর নাগরিক বলে ধারণা করা হচ্ছে। পৃথক তিন ঘটনায় তার হামলায় কয়েকজন নিহত ও আহত হয়েছে। বলা হচ্ছে, একটি গাড়ি ছিনতাই করে সে এক যাত্রীকে হত্যা করে। আহত করে গাড়িচালককে। কারকাসোন এলাকায় এক পুলিশ সদস্য তার গুলিতে আহত হন। এরপর সে ত্রেবেসে গিয়ে সুপারমার্কেটে ঢুকে মানুষজনকে জিম্মি করে নেয়।
স্থানীয় সময় বেলা সোয়া এগারোটার দিকে হামলাকারী সুপারমার্কেটে প্রবেশ করে। এরপর মার্কেটের ভেতর থেকে গুলির শব্দ পাওয়া যায়। এরপরই ঘটনাস্থলে পৌছায় পুলিশ।
এএফপি’র খবরে বলা হয়েছে, হামলার পর পুরো এলাকাটিতে মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এক নিরাপত্তা কর্মী জানিয়েছেন, মার্কেটের বেশিরভাগ ক্রেতা ও কর্মচারী পালাতে সক্ষম হয়েছেন। সেখানে কয়েকশ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ চার্লস ফিলিপ পরিস্থিতি ‘খুবই সংকটজনক’ বলে মন্তব্য করেছেন।