বুলগেরিয়ার ব্ল্যাক সি উপকূলের রিসোর্টে ভূতুড়ে সবুজ একটি বিড়াল বিচরণ করতে দেখা যায়। তবে কিভাবে এর সবুজ রং হলো, তার কারণ নিয়ে কিছুটা রহস্যের মাঝেই ছিলেন স্থানীয় অধিবাসীরা। এক প্রতিবেদনে বিড়ালটির বেশ কিছু চিত্র প্রকাশ করেছে হাফিংটন পোস্ট।
বিড়ালটিকে কেউ এমন রং করে দিয়েছে, এমনটাই অনেকের ধারণা ছিল। ফলে স্থানীয় নারী ভারনা ফেসবুকের এক গ্রুপ খুলে বিড়ালটির সঙ্গে এমন আচরণের বিচারের দাবিও জানাচ্ছিলেন।
তবে পরবর্তীতে জানা যায়, বিড়ালটি যেখানে ঘুমায়, সে স্থানটিতে রয়েছে সিনথেটিক রংয়ের স্তুপ। তা থেকেই বিড়ালটির দেহে এমন রং লেগেছে।