মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ

Slider জাতীয় সারাবিশ্ব

109948_m-8

 

ঢাকা: পদত্যাগ করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও। আজ বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ সংবাদ জানিয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয় থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, চলতি দায়িত্ব-কর্তব্য থেকে বিশ্রাম নিতেই তিনি পদত্যাগ করেছেন। ২০১৬ সালের ৩০শে মার্চ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সুচির ঘনিষ্ঠ বলে পরিচিত ৭১ বছর বয়সী থিন কিয়াও প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। মিয়ানমারের সংবিধানের ৭৩ (বি) ধারা অনুযায়ী আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রেসিডেন্ট পদ পূরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *