মোদি ভক্ত

Slider বিনোদন ও মিডিয়া

231154-1-2018-03-20-বলিউডের রানি হিসেবে তাঁর ভক্তের সংখ্যা কম নয়। কিন্তু তিনি নিজেও যে কারো ভক্ত সে কথা স্বীকার করলেন কঙ্গনা রানাওয়াত। আর প্রিয় সেই ব্যক্তিটি অভিনয়জগতের কেউ নন, তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সম্মেলনে নিজেকে মোদির একজন বড় ভক্ত হিসেবে অ্যাখায়িত করে ‘কুইন’ তারকা বলেন, ‘একজন তরুণী হিসেবে বিশ্বাস করি আমাদের সামনে একজন রোল মডেল থাকা উচিত। সাধারণ মানুষ থেকে কিভাবে উন্নতির শিখরে ওঠা যায় সেটার জন্য একজনকে পথিকৃৎ মানা উচিত। আমাদের প্রধানমন্ত্রীর কথাই ভাবুন না, যেভাবে তিনি একজন চা বিক্রেতা থেকে আজ প্রধানমন্ত্রীর আসনে আসীন হয়েছেন, সেটা এককথায় অসাধারণ। আর এ কারণেই তিনি যথাযথ একজন রোল মডেল।’

এখানেই শেষ নয়, রাজনীতি নিয়ে নিজের অবস্থানটাও পরিষ্কার করলেন কঙ্গনা, ‘আমার মনে হয় রাজনীতি একটা অসাধারণ ক্ষেত্র; যদিও অনেক সময় ভুল-বোঝাবুঝি হয়। কিন্তু রাজনীতিবিদদের ফ্যাশন ভাবনাটা আমার একেবারেই পছন্দ হয় না। আমি যেভাবে পোশাক পরি, কথা বলি, তাতে মনে হয় না কোনো দল আমাকে গ্রহণ করবে। ফ্যাশন স্টাইল পরিবর্তন না করে রাজনীতি করতে আমার কোনো আপত্তি নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *