দুই মার্কিনী প্রহারে তেরো তুর্কির গুরুদণ্ড

সারাবিশ্ব

turki-collageতুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দুই মার্কিন নাবিককে হেনস্তা করার অপরাধে দোষী সাব্যস্ত্য করে ১৩ তুর্কিকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত, দণ্ডপ্রাপ্ত প্রত্যেকে তুরস্কের এক তরুণ সংঘ, তুর্কি ইয়োথ ইউনিয়ন (টিজিবি) এর সদস্য।

তুর্কি ইয়োথ ইউনিয়ন বা টিজিবি একটি স্বঘোষিত জাতীয়তাবাদী সাম্রাজ্যবাদবিরোধী তরুণ সংঘ, দুই মার্কিন নাগরিককে রাজধানীর ফুটপাথে পাকড়াও করে গত ১২ নভেম্বর তারা ঐ কর্মকাণ্ড চালায়। মার্কিন নাবিকদ্বয়ের ওপর চড়াও হওয়ার সময় তারা ‘ইয়াংকি, গো হোম!’ বলে চিৎকার করতে থাকে, তাদের দিকে দোমড়ানো কাগজ ও রং ছোড়ে, মাথায় বস্তা পরিয়ে প্রহার দেয়ার চেষ্টা করে এবং মার্কিনি দুজন পালাতে শুরু করলে তাদের পিছু ধাওয়া করে। পুরো ঘটনাটি তারা ভিডিও করে রাখে এবং পরবর্তীতে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে।

প্রহৃত নাবিক দুজন মার্কিন সাঁজোয়া নৌযান ইউএসএস রস (USS Ross) এর নাবিক, জাহাজটি ইস্তাম্বুলের নৌবন্দরে অস্থায়ীভাবে নোঙর করেছিল, নাবিক দুজন তখন ব্যক্তিগতকাজে শহরের পথে নেমে এসেছিল। তুরস্কের আদালত টিজিবির তেরো তরুণ কর্মীকে আইনভঙ্গের দায়ে অভিযুক্ত করে দশ বছরের কারাদণ্ডবিধান করে।

এ ঘটনার পেছনে ঐ তরুণতরুণীদের ভাষ্য কি জানা যাক-

টিজিবির ভাষ্য অনুযায়ী তারা ২০০৩ সালের জুলাই মাসে ইরাকে সংঘটিত এক ঘটনার জের ধরে এ কাণ্ড ঘটিয়েছে। সেদিন মার্কিন সেনারা তুরস্কের একটি বিশেষ দায়িত্বপ্রাপ্ত দলের সদস্যদের মাথায় বস্তা পরিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে অত্যন্ত অসম্মানজনকভাবে নিয়ে গিয়েছিল। উল্লেখ্য, তুর্কিদের প্রতি মার্কিন সেনাদের ঐ আচরণ তখন তুরস্ককে ভীষণভাবে ক্ষুব্ধ করেছিল।

turki-collage দুই মার্কিনী প্রহারে তেরো তুর্কির গুরুদণ্ড

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেলউইত চোউচুগলুর কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান, টিজিবির এমন কর্মকাণ্ডকে তিনি নিন্দনীয় জ্ঞান করেন, আরও মনে করেন, এ রায়ের ফলে তাদের উচিৎ শিক্ষা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *