রাতুল মন্ডল, প্রিয়কের বাড়ী থেকে ফিরে: প্রিয়ক ও তাঁর মেয়ে তামারা প্রিয়ন্ময়ীর লাশ বাহী গাড়ী ঢাকার আর্মি স্টেডিয়াম থেকে রওনা দিয়েছে তাঁদের গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলায় গাজীপুর ইউনিয়নের নগর হাওলার উদ্দ্যোশে। এদিকে অনেক আগেই প্রিয় ছেলের ও নাতনির মৃত্যুর খবর জেনেছে ফিরোজা বেগম। বিকালের কিছু পরে স্বামী ও সন্তানের মৃতদেহ রেখেই বাড়িতে চলে আসেন প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানী। বাড়িতে আসার পর থেকে কারো সাথে কথা না বলে নিজের ঘরে অসচেতন অবস্থায় পড়ে রয়েছে। অন্য দিকে স্থানীয় লোকজন প্রিয়কের বাড়ির আঙ্গিনায় ভীর জমাচ্ছে। এক নজর প্রিয়ক ও তাঁর মেয়েকে দেখার জন্য।
লাশের সাথে থাকা মো.লুৎফর রহমানের জানান, বেলা ৪ টার দিকে আর্মি স্টেডিয়ামে জানাযা শেষে প্রিয়ক ও তাঁর মেয়ের মরদেহ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করে। এর কিছুক্ষণ পরেই লাশ বাহী এ্যাম্বুলেন্স দু’টি বাড়ির উদ্দ্যোশে রওনা দেয়।