সাউদাম্পটনের বিপক্ষে খেলবেন না ডি মারিয়া

খেলা

image_109205_0লুইস ফন গাল নিশ্চিত করেছেন, রোববার সাউদাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েন রুনি খেলবেন। তবে ইনজুরির কারণে অ্যাঞ্জেল ডি মারিয়াকে মাঠের বাইরে থাকতে হবে।

গত সপ্তাহে হাল সিটির বিপক্ষে ম্যান ইউ’র ৩-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন রিয়াল থেকে রেকর্ড ট্রান্সফার ফি’তে রিয়াল মাদ্রিদ থেকে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেয়া আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। এরপর স্টোক সিটির বিপক্ষে রেড ডেভিলদের হযে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। রোববার সাউদাম্পটনের বিপক্ষেও খেলতে পারবেন না তিনি।

ম্যান ইউ অধিনায়ক রুনি গত ম্যাচে ইনজুরির কারণে স্টোক সিটির বিপক্ষে খেলতে পারেননি। তবে রোববারের ম্যাচে খেলার জন্য এই ইংলিশ তারকা পুরোপুরি ফিট বলে জানিয়েছেন রেড ডেভিল বস ফন গাল।

তিনি বলেন, “রোববারের ম্যাচে দলের হয়ে ওয়েন (রুনি) মাঠে নামবে। তবে ইনজুরির কারণে ডি মারিয়াকে মাঠে নামানো হবে না।”

রোববারের প্রতিপক্ষ সাউদাম্পটনকে হালকাভাবে নিচ্ছেন না নেদারল্যান্ডের সাবেক কোচ ফন গাল। তিনি বলেন, “আমি মনে করি, তারা দল হিসেবে ভালো, তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে যাদের আমি চিনি। তারা শীর্ষ চারে থাকার মতো যোগ্য দল। অতএব তাদেরকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।”

প্রসঙ্গত, মৌসুমের শুরু থেকে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের শেষ চার ম্যাচে টানা জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। ১৪ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা রেড ডেভিলদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সাউদাম্পটন। সর্বোচ্চ ৩৬ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে হোসে মরিহনোর চেলসি। ৩০ পয়েন্ট নিয়ে এরপরই রয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির ম্যানচেস্টার সিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *