আগামীকাল বাংলাদেশে আসছে প্রিয়ক ও প্রিয়নময়ী কফিনবন্দি লাশ

Slider গ্রাম বাংলা

FB_IMG_1520875613327

 

 

 

 

 

 

 

 

রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:  নেপালে বিমানে দর্ঘটনায় নিহত গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত শরাফত আলীর একমাত্র ছেলে এফএইচ প্রিয়ক (৩২) ও প্রিয়কের একমাত্র মেয়ে তামারা প্রিয়নময়ী (০৩)। তাদের দুটি মরদেহ একটি বিশেষ কার্গো বিমানে আগামীকাল বাংলাদেশে আসছে। পেশায় প্রিয়ক ছিলেন একজন ফটোগ্রাফার।

সোমবার দুপুরে নেপালে ত্রিভুবন আন্তজাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় কবলিত হওয়া ইউএস-বাংলার বিমোনে ছিলেন তাঁরা। ঘটনাস্থলেই বাবা মেয়ের মৃত্যু হয়েছে।
অনেক উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুণছেন তাঁর স্বজন ও প্রতিবেশীরা কখন আসবে তাদের কফিনবন্দি মরদেহ।। স্বরজমিনে দেখা যায় যে, দল বেঁধে প্রিয়কের বাসায় আসছেন তাঁর স্বজন ও প্রতিবেশীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *