আরো একবার মলিন বিদায় সৌম্যের

Slider খেলা

109597_uronto
স্পোর্টস ডেস্ক: ফাইনালে ব্যক্তিগত ১ রানে উইকেট খোয়ালেন সৌম্য সরকার। আসরের পাঁচ ম্যাচে সৌম্য সরকারের সংগ্রহ ১৪, ২৪, ১, ১০ ও ১। পঞ্চম ওভারের শেষ বলে চাহালের ডেলিভারিতে বাজে শটে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দেন সৌম্য। ওই ওভারে আগেই সাজঘরে ফেরেন তামিম। আর ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৫/৩-এ । এর আগে ১ রানের ব্যবধানে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ।

৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২৬ রান। তবে ৪.২তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭/২-এ। ৯ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লিটন কুমার দাস। ভারতীয় অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের ডেলিভারিতে স্কয়ার লেগে সুরেশ রায়নার হাতে ক্যাচ দেন লিটন। আর লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের ডেলিভারিতে সীমানা দড়ির কাছে তামিমের ক্যাচ আসাধারণ দক্ষতায় লুফে নেন ভারতীয় র্ফিডার শারদুল ঠাকুর। তামিম করেন ১৩ বলে ১৫ রান। অপরিবর্তিত দল নিয়ে ফাইনালে খেলছে বাংলাদেশ। অন্যদিকে ভারত দলে একটি পরিবর্তন। পেসার মোহাম্মদ সিরাজের জায়গায় একাদশে জায়গা নিয়েছেন জয়দেব উনাড়কাট। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামের সেন্টার উইকেটে হচ্ছে নিদাহাস ট্রফির ফাইনাল খেলা। আসরে এই উইকেটে এটিই প্রথম ম্যাচ। আগের দু’খেলাতেই বাংলাদেশ পরে ব্যাটিং করে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আবার দ্বিতীয় ম্যাচে ভারত আগে ব্যাটিং করেও বাংলাদেশকে হারিয়েছে। আসরে নিজেদের প্রথম ম্যাচে ১৩৯ রানের পুজি নিয়ে ৬ উইকেটে হার দেখে বাংলাদেশ। আর দ্বিতীয় সাক্ষাতে টাইগাররা হার দেখে ১৭ রানে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আগে ব্যাটিং করে বড় স্কোর গড়ার আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *