চতুর্থ ওভারের দ্বিতীয় ওয়াশিংটন সুন্দরকে সুইপ করতে গিয়ে ক্যাচ দেন লিটন (১১)। ঠিক এর ৬ বলের মাথায় (৪.২ ওভার) তামিমকে (১৫*) লং অনে তালুবন্দি করেন শার্দুল ঠাকুর। যুজবেন্দ্র চাহালকে এগিয়ে এসে লং অনের ওপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন তামিম। কিন্তু উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে তাঁকে দারুণ ক্যাচে পরিণত করেন শার্দুল। পঞ্চম ওভারের শেষ বলে স্কয়ার লেগে শিখর ধাওয়ানকে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য সরকার(১)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৪০। ব্যাট করছেন সাব্বির (৯*) ও মুশফিকুর (০*)।
আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলানো দলটাই ফাইনালে মাঠে নামিয়েছে টিম ম্যানেজমেন্ট। আন্তর্জাতিক আসরে ফাইনালে উঠে এ পর্যন্ত শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে চারটি ফাইনালেই হারতে হয়েছে। ঘরের বাইরে সাকিব-তামিমদের এটাই প্রথম ফাইনাল। ভারতের বিপক্ষে এর আগে ২০১৬ এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের ফাইনালে মুখোমুখি হয়ে হারতে হয়েছে বাংলাদেশ দলকে। কোনো আসরের ফাইনালে দ্বিতীয়বার ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ কি পারবে জয় তুলে নিতে?
বাংলাদেশ দল : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম।