স্পোর্টস ডেস্ক: ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২৬ রান। অপরিবর্তিত দল নিয়ে ফাইনালে খেলছে বাংলাদেশ। অন্যদিকে ভারত দলে একটি পরিবর্তন। পেসার মোহাম্মদ সিরাজের জায়গায় একাদশে জায়গা নিয়েছেন জয়দেব উনাড়কাট। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামের সেন্টার উইকেটে হচ্ছে নিদাহাস ট্রফির ফাইনাল খেলা।
আসরে এই উইকেটে এটিই প্রথম ম্যাচ। আগের দু’খেলাতেই বাংলাদেশ পরে ব্যাটিং করে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আবার দ্বিতীয় ম্যাচে ভারত আগে ব্যাটিং করেও বাংলাদেশকে হারিয়েছে। আসরে নিজেদের প্রথম ম্যাচে ১৩৯ রানের পুজি নিয়ে ৬ উইকেটে হার দেখে বাংলাদেশ। আর দ্বিতীয় সাক্ষাতে টাইগাররা হার দেখে ১৭ রানে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আগে ব্যাটিং করে বড় স্কোর গড়ার আশা প্রকাশ করেন।