২০১৩ সালের ২৪ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে ১২৪ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগের ৬ সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে অপরাধীদের সনাক্ত করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় অভিযুক্ত ১৪ জনের মধ্যে ১০ জনই বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী।
শুক্রবার রাতে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টমসের সহকারী পরিচালক উম্মে নাহিদা।
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, রাতে কাস্টমস কর্মকর্তারা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় গত বছরের ২৪ জুলাই ১২৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৫৪ কোটি টাকা। কাঠমন্ডু থেকে আসা একটি ফ্লাইট (বিজি -৭০২) লাগেজ চেম্বার থেকে এ স্বর্ণবার উদ্ধার করা হয়। কাপড় দিয়ে মোড়ানো প্যাকেটে কোনো ট্যাগ ছিল না।